'অভিষেক' মাইকেল মধুসূদন দত্ত

১. অভিষেক কাব্যাংশে অবলম্বনে ইন্দ্রজিৎ চরিত্রটি বিশ্লেষণ করো।
দত্তকুলোদ্ভব কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত  বীরত্বমূলক কাব্যাংশ 'অভিষেক'।'মেঘনাদবধ' কাব্যের প্রথম সর্গ থেকে সংকলিত কাব্যাংশটিতে  ইন্দ্রজিতের কিছু উল্লেখযোগ্য চরিত্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।
১. কেন্দ্রীয় চরিত্র : কাহিনীর কেন্দ্রীয় চরিত্র ইন্দ্রজিৎ প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ  পালন করেছে । ইন্দ্রজিৎকে কেন্দ্র করেই সম্পূর্ণ কাব্যাংশটি আবর্তিত হয়েছে।
২. বীরত্ব ও মর্যাদাবোধ : দুইবার রামচন্দ্র কে মেঘনাদ পরাজিত করেেছে, এতেই তার বীরত্বের পরিচয় পাওয়া যায়। লঙ্কার বিপদের দিনে রামচন্দ্রের বিপক্ষে মেঘনাদ যুুদ্ধ করতে প্রস্তুত। তৃতীয়বার মেঘনাদ রামচন্দ্রকে পরাস্ত করার জন্য আত্মবিশ্বাসী।

Comments

Popular posts from this blog

🌸বিনয় ঘোষ (ছদ্মনাম : 'কালপেঁচা')🌸 'পশ্চিমবঙ্গের সংস্কৃতি'র লেখক।

শক্তি চট্টোপাধ্যায়(ছদ্মনাম-রূপচাঁদ পক্ষী)

🌸গিরিশচন্দ্র ঘোষ 🌸