শক্তি চট্টোপাধ্যায়(ছদ্মনাম-রূপচাঁদ পক্ষী)
🍁শক্তি চট্টোপাধ্যায়🍁
🍁জন্ম : ১৯৩৩ খ্রিস্টাব্দের ২৬ শে নভেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার বহড়ুতে।
মৃত্যু : ১৯৯৫
পিতা : বামানাথ চট্টোপাধ্যায়।
মাতা : কমলাদেবী।
🍁 শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কবিতা "যম" বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় প্রকাশিত হয়।
🍁 ছদ্মনাম ব্যবহার করেছেন : রূপচাঁদ পক্ষী, স্ফুলিঙ্গ সমাদ্দার, শক্তিনাথ কাব্যতীর্থ, অভিনব গুপ্ত ইত্যাদি।
🍁 রূপচাঁদ পক্ষী ছদ্মনামে তিনি প্রথমদিকে কবিতা লিখতে শুরু করেন। স্কুলের গন্ডি অতিক্রম করার আগেই নবোদয় নামে একটি হাতে লেখা পত্রিকা বের করেছিলেন।
🍁 শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস "কুয়োতলা"। উপন্যাসটি 1956 খ্রিস্টাব্দে লেখেন। প্রকাশিত হয় 1961 খ্রিস্টাব্দে। উপন্যাসটিতে নিরুপম নামে এক বালকের দক্ষিণবঙ্গের "বড়ু" নামে এক গ্রামে বড় হয়ে ওঠার কাহিনী লিপিবদ্ধ হয়েছে।
🍁 শক্তি চট্টোপাধ্যায়ের দ্বিতীয় মুদ্রিত কবিতা "জরাসন্ধ"। কবিতাটি প্রকাশিত হয়েছিল বিষ্ণু দে সম্পাদিত "সাহিত্য পত্র" পত্রিকায়।
🍁 শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ হল "হে প্রেম হে নৈঃশব্দ্য"। প্রকাশকালঃ 1961
🍁 1965 খ্রিস্টাব্দের আগস্ট মাসে 32 টি প্রবন্ধের সংকলন "রূপকথার কলকাতা" প্রবন্ধ গ্রন্থ প্রকাশিত হয়। গ্রন্থটি রূপচাঁদ পক্ষী ছদ্মনামে প্রকাশ করেন।
🍁 শক্তি চট্টোপাধ্যায়ের "যেতে পারি কিন্তু কেন যাবো?" কবিতা টি "আমি চলে যেতে পারি" কাব্যগ্রন্থের
🍁শক্তি চট্টোপাধ্যায় চল্লিশের অধিক কাব্যগ্রন্থ রচনা করেছেন। ১৯৮৩ সালে, যেতে পারি কিন্তু কেন যাবো (১৯৮২) কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।
🍁🍁কাব্যগ্রন্থ সম্পাদনা🍁🍁
🍁হে প্রেম হে নৈঃশব্দ্য : মার্চ ১৯৬১ উৎসর্গ: 'প্রিয়তমা সুন্দরীতমারে, যে আমার উজ্জ্বল উদ্ধার।' প্রথম কাব্যগ্রন্থ। কবিতার সংখ্যা ৭২।
🍁ধর্মে আছো জিরাফেও আছো......অক্টোবর ১৯৬৫ উৎসর্গ: 'আধুনিক কবিতার দুর্বোধ্য পাঠকের হাতে'।
🍁অনন্ত নক্ষত্রবীথি তুমি, অন্ধকারে.....জুলাই ১৯৬৬ উৎসর্গ: 'মঞ্জু ও সুরজিতের করকমলে'।
🍁পুরোনো সিঁড়ি..... আনুমানিক ১৯৬৭
🍁সোনার মাছি খুন করেছি ......জুলাই ১৯৬৭... উৎসর্গ: 'মীনাক্ষীকে' (মীনাক্ষী বিশ্বাস)।
🍁হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান..... মার্চ ১৯৬৯... উৎসর্গ: 'সুধেন্দু মল্লিক বন্ধুবরেষু'।
🍁চতুর্দশপদী কবিতাবলী...... মে ১৯৭০ উৎসর্গ: 'বাংলা চতুর্দশপদীর প্রথম প্রণেতা মাইকেল।
🍁পাড়ের কাঁথা মাটির বাড়ি .....নভেম্বর ১৯৭১ উৎসর্গ: 'যোগব্রত চক্রবর্তী কল্যাণীয়েষু'।
🍁প্রভু নষ্ট হয়ে যাই..... প্রকাশকাল... আগস্ট 1972 উৎসর্গ: 'স্বাতী আর সুনীলের জন্যে' (স্বাতী ও সুনীল গঙ্গোপাধ্যায়)।
🍁সুখে আছি... ১৫ এপ্রিল ১৯৭৪ উৎসর্গ: 'সুনন্দা আর অমিতদার জন্যে' (সুনন্দা ও অমিতাভ চৌধুরী)।
🍁ঈশ্বর থাকেন জলে... মে ১৯৭৫ উৎসর্গ: 'রুবি ও শেখরকে' (শ্যামলী ও শেখর বসু)।
🍁জ্বলন্ত রুমাল মে ১৯৭৫ উৎসর্গ: 'নীরেন্দ্রনাথ চক্রবর্তী শ্রদ্ধাস্পদেষু'।
🍁অস্ত্রের গৌরবহীন একা..... মে ১৯৭৫ উৎসর্গ: 'গীতা ও পার্থসারথি চৌধুরীকে'।
🍁ছিন্ন বিচ্ছিন্ন ....অক্টোবর ১৯৭৫ উৎসর্গ: 'শ্রীসাগরময় ঘোষ শ্রদ্ধাস্পদেষু'।
🍁সুন্দর এখানে একা নয় .....জুন ১৯৭৬ উৎসর্গ: 'কৃষ্ণা মুকুলকে' (কৃষ্ণা ও মুকুল গুহ)।
🍁আমি ছিঁড়ে ফেলি ছন্দ, তন্তুজাল.... ডিসেম্বর ১৯৭৬ উৎসর্গ: 'শ্রী ও শ্রীমতী পার্থ মুখোপাধ্যায়কে'।
🍁এই আমি যে পাথরে .....অগস্ট ১৯৭৭ উৎসর্গ: 'মীনা আর শীতলকে' (মীনা ও শীতল চৌধুরী)। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বাংলাদেশের আগামী প্রকাশনী থেকে এই গ্রন্থের একটি সংস্করণ প্রকাশিত হয় ফেব্রুয়ারি ১৯৮৭ সালে।
🍁কবিতার তুলো ওড়ে .....মার্চ ১৯৭৭ উৎসর্গ: 'নাসিম আর রশীদকে' (নাসিম ও আয়ান রশীদ)।
🍁হেমন্ত যেখানে থাকে .....১৮ এপ্রিল ১৯৭৭ উৎসর্গ: 'কবিতা ও বিমলের জন্য' (কবিতা ও বিমল)।
🍁পাতাল থেকে ডাকছি .....মে ১৯৭৭ উৎসর্গ: 'প্রিয়ব্রত চট্টোপাধ্যায়'।
🍁উড়ন্ত সিংহাসন ......ফেব্রুয়ারি ১৯৭৮ উৎসর্গ: 'হিমানীশ গোস্বামী প্রীতিভাজনেষু'।
🍁মানুষ বড়ো কাঁদছে .... অাগস্ট ১৯৭ উৎসর্গ: 'সুমিত্রা এবং নিত্যপ্রিয়কে' (সুমিত্রা ও নিত্যপ্রিয় ঘোষ)
🍁ভালোবেসে ধুলোয় নেমেছি ..... ডিসেম্বর ১৯৭৮উৎসর্গ: 'দেবকুমার বসু ও শ্রীমতী বসুকে' (ছন্দা বসু)।
🍁পরশুরামের কুঠার .....ফেব্রুয়ারি ১৯৭৮ উৎসর্গ: 'দিব্যেন্দুকে' (দিব্যেন্দু পালিত)।
🍁ভাত নেই, পাথর রয়েছে ......জুলাই ১৯৭৯ উৎসর্গ: 'মনীষা আর দেবাশিসকে' (মনীষা ও দেবাশিস বন্দ্যোপাধ্যায়)।
🍁আমাকে দাও কোল .....১৪ মার্চ ১৯৮০
🍁আমি চলে যেতে পারি .....এপ্রিল ১৯৮০
🍁মন্ত্রের মতন আছি স্থির ...বৈশাখ ১৩৮৭ উৎসর্গ: 'রফিক আজাদ প্রিয়বরেষু'।
🍁অঙ্গুরী তোর হিরণ্যজল ......জুলাই ১৯৮০ উৎসর্গ: 'শিখা অতীনকে' (শিখা ও অতীন্দ্রনারায়ণ দত্ত)
🍁আমি একা বড়ো একা ....মে ১৯৮০ উৎসর্গ: 'দীর্ঘদিন স্থায়ী লাচ্চুদাকে' (রথীন ভট্টাচার্য)
🍁প্রচ্ছন্ন স্বদেশ ....জানুয়ারি ১৯৮২ উৎসর্গ: 'ডাঃ কালীকৃষ্ণ চট্টোপাধ্যায় শ্রদ্ধাস্পদেষু'
🍁যেতে পারি কিন্তু কেন যাবো ....মার্চ ১৯৮২ উৎসর্গ: 'ম্যাডাম আর সুবোধকে' (শিপ্রা ও সুবোধ দাস)।
সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৮৩)
🍁কোথাকার তরবারি কোথায় রেখেছে..... ১৯৮৩ উৎসর্গ: 'সমরেশদা টুনিদিকে' (সমরেশ বসু ও ধরিত্রী বসু)
🍁কক্সবাজারে সন্ধ্যা .....১৯৮ ৪উৎসর্গ: 'শ্যামলী বৌদি আর সেবাদাকে' (শ্যামলী ও সেবাব্রত গুপ্ত)
🍁ও চিরপ্রণম্য অগ্নি .....১৯৮৫ উৎসর্গ: 'মুনমুন আর সৌমিত্রকে' (মালবিকা ও সৌমিত্র মিত্র)
🍁সন্ধ্যায় সে শান্ত উপহার .....অাগস্ট ১৯৮৬ উৎসর্গ: 'নীরুদার জন্যে' (নীরদ মজুমদার)
🍁এই তো মর্মরমূর্তি ....জানুয়ারি ১৯৮৬ উৎসর্গ: 'কাকলি ও বুলুকে' (কাকলি ও অনিরুদ্ধ ঘোষ)
🍁বিষের মধ্যে সমস্ত শোক ....মে ১৯৮৭ উৎসর্গ: 'ঝুমা আর আলো-কে' (শর্বরী ও আলোকময় দত্ত)
🍁আমাকে জাগাও.... ১৯৮৯ উৎসর্গ: 'অশেষ চট্টোপাধ্যায় বন্ধুবরেষু'
🍁ছবি আঁকে, ছিঁড়ে ফেলে .....জানুয়ারি ১৯৯১ উৎসর্গ: 'মীরা এবং সমরকে' (মীরা ও সমরেন্দ্র সেনগুপ্ত)
🍁পাতালে টেনেছে আজ.... জুলাই ১৯৯১ উৎসর্গ: 'প্রয়াত শিল্পী দেবুদার স্মরণে' (দেবব্রত মুখোপাধ্যায়)
🍁জঙ্গল বিষাদে আছে ....জানুয়ারি ১৯৯৪ উৎসর্গ: 'ভিক্টোরিয়া আর ভাস্করকে' (ভিক্টোরিয়া ও ভাস্কর দত্ত)
🍁🍁🍁উপন্যাস 🍁🍁🍁
🌿কুয়োতলা ১৯৬১ উৎসর্গ: 'শ্রীমতী বেলা রায়চৌধুরী ও শ্রী সমীর রায়চৌধুরী'
🌿লুসি আর্মানীর হৃদয়রহস্য ...জুন ১৯৬৬ রূপচাঁদ পক্ষী ছদ্মনামে রচিত। উৎসর্গ: 'যার মুখের কথায় উপন্যাসের হারানো পাণ্ডুলিপি ফিরে পেয়েছি সেই মুখরা মীনাক্ষী বিশ্বাসের করকমলে'
🌿হাই সোসাইটি ....অক্টোবর ১৯৬৮ উৎসর্গ: 'ডাক্তারভাই আর দিদির হাতে' (ডাঃ সুনীল দত্ত ও শ্রীমতী গায়ত্রী দত্ত)
🌿অবনী বাড়ি আছো ....আগস্ট ১৯৭৩ উৎসর্গ : 'সুভাষ মুখোপাধ্যায় শ্রদ্ধাস্পদেষু'
🌿দুজন একাকী ....অগস্ট ১৯৭৪ উৎসর্গ: 'নিখিলকে' (নিখিল মুখোপাধ্যায়)
🌿হৃদয়পুর অগস্ট ১৯৭৪ উৎসর্গ: 'নন্দিতা শ্যামলেন্দুকে' (নন্দিতা ও শ্যামলেন্দু বন্দ্যোপাধ্যায়)
🌿আমি চলে যাচ্ছি ,,,,অগস্ট ১৯৭৬ উৎসর্গ : 'মিনতি ও তারাপদর জন্যে' (মিনতি ও তারাপদ রায়)
🌿কিন্নর কিন্নরী মে ১৯৭৭ উৎসর্গ: 'শান্তি আর খুকুকে' (শান্তি ও রীতা লাহিড়ী)
🌿দাঁড়াবার জায়গা.... উৎসর্গ: 'ঊষা আর বিটুকে' (ঊষা ও ড. শম্ভুলাল বসাক)
🌿বিবি-কাহিনী অগস্ট ১৯৮৬ উৎসর্গ: 'মায়া আর সমীরকে' (মায়া ও সমীর সেনগুপ্ত)
🍁🍁🍁প্রবন্ধসংগ্রহ 🍁🍁🍁
🌿রূপকথার কলকাতা ✍️উৎসর্গ : 'ডাঃ শম্ভুলাল বসাক এবং শ্রী দেবকুমার বসুর করকমলে'
🍁🍁🍁ভ্রমণবিষয়ক গ্রন্থ সম্পাদনা🍁🍁🍁
🌿উইক এণ্ড টুরিস্ট গাইড ✍️ উৎসর্গ: 'নিরুদ্দেশযাত্রার প্রথম সঙ্গী সন্দীপন চট্টোপাধ্যায় বন্ধুবরেষু'
🌿খৈরী, আমার খৈরী ✍️সেপ্টেম্বর ১৯৭৬ উৎসর্গ: 'তিতি তাতারের জন্য' (তিতি ও আনন্দরূপ চট্টোপাধ্যায় : কন্যা ও পুত্র)
🌿চলো বেড়িয়ে আসি (প্রথম পর্ব)✍️ ৮ মে ১৯৭৭ উৎসর্গ: 'বরুণ বকসী প্রিয়বরেষু'
🌿চলো তিতির সঙ্গে ✍️উৎসর্গ: 'তাতারকে' (পুত্র আনন্দরূপ চট্টোপাধ্যায়)
🌿চলো বেড়িয়ে আসি (দ্বিতীয় খণ্ড) উৎসর্গ: 'দীপা ও সমীরকে' (দীপা ও সমীর বসু)
🌿জঙ্গলে পাহাড়ে অক্টোবর ১৯৮৫ উৎসর্গ: 'শ্রীযুক্ত রবি সেন শ্রদ্ধাস্পদেষু।
🌹 ধন্যবাদ।
Comments
Post a Comment