প্রমথ চৌধুরী (বাংলা সাহিত্যের বীরবল)

প্রমথ চৌধুরী(১৮৬৮-১৯৪৬) (বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির প্রবর্তক)
জন্ম : ১৮৬৮ সালে ৭ই আগস্ট, যশোরে। পৈত্রিক নিবাস পাবনা।
মৃত্যু : ১৯৪৬ সালে ২রা সেপ্টেম্বর ৭২ বৎসর বয়সে কলকাতায়।
পেশা : অধ্যাপক, কবি, প্রাবন্ধিক, লেখক।
শিক্ষা ও কর্ম জীবন : প্রমথ চৌধুরীর শিক্ষাজীবন ছিল অত্যন্ত কৃতিত্বপূর্ণ। কলকাতা হেয়ার স্কুল থেকে এন্ট্রাস পাস করেন। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে এমএ পাস করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে খ্রিস্টাব্দে বিএ (অনার্স) দর্শন । বিশ্ববিদ্যালয়় থেকে ১৮৯০ খ্রিস্টাব্দে  ইংরেজি বিষয়ে প্রথম শ্রেনিতে এমএ ডিগ্রী লাভ করেন। ব্যারিস্টারি পড়ার জন্য বিদেশে যান। বিদেশ থেকে ফিরে এসে কিছুকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ছাড়াও সরকারি উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন এবং ঠাকুর এস্টেটের ম্যানেজার ছিলেন।  বাংল  সাহিত্য বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে "গিরিশ ঘোষ" বক্তৃতা দেন। ১৯৪১খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 'জগত্তারিণী' পদক লাভ লাভ করেন।
 
সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরা দেবী কে বিবাহ করেন। সেই সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতুষ্পুত্রী জামাতা প্রমথ চৌধুরী।

প্রথম প্রবন্ধ 'জয়দেব' প্রকাশিত হয় সাধনা পত্রিকায়। প্রবন্ধ সাহিত্যের জন্যই ইনি বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন। সাহিত্যিক ছদ্মনাম বীরবল। বাংলা গদ্য সাহিত্যে প্রথম চলিত রীতির প্রবর্তক। প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে ইতালীয় সনেট রীতির প্রবর্তন করেন।
প্রমাথ চৌধুরি "সবুজপত্র" নামে সাহিত্যিক পত্রিকা সম্পাদনা করেন,যা বাংলা সাহিত্যে আমুল পরিবর্তন ঘটিয়েছিল। এছাড়া "বিশ্বভারতী" পত্রিকা ইনি সম্পাদনা করেন।

Comments

Popular posts from this blog

🌸বিনয় ঘোষ (ছদ্মনাম : 'কালপেঁচা')🌸 'পশ্চিমবঙ্গের সংস্কৃতি'র লেখক।

শক্তি চট্টোপাধ্যায়(ছদ্মনাম-রূপচাঁদ পক্ষী)

🌸গিরিশচন্দ্র ঘোষ 🌸