প্রাচীন ও মধ্যযুগ

১. জয় দেবের জন্মস্থান সম্পর্কে লেখো।
গীতগোবিন্দম্ কাব্যের রচয়িতা জয়দেব বীরভূম জেলার কেঁদুলী বা কেন্দুবিল্ব গ্রামে অজয় নদের তীরে জন্মগ্রহণ করেন। অনেকে মনে করেন ওড়িশার প্রাচী নদীর তীরে এই নামের একটি গ্রাম পাওয়া গেছে সেখানেও জয়দেবের জন্ম হতে পারে।
২. সদুক্তিকর্ণামৃত কে কোন সময় সংকলন করেন?
লক্ষণ সেনের মহাসামন্ত চূড়ামণি বটু দাসের পুত্র শ্রীধর দাস ১২০৬ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে সদুক্তিকর্ণামৃত সংকলন করেন। এই গ্রন্থে ৪৮৫ জন কবির ২৩৭০ টি পদ সংকলিত হয়েছে।
৩. পদাবলী শব্দটি প্রথম কোথায় পাওয়া যায়?
দ্বাদশ শতাব্দীতে পদাবলী শব্দটি প্রথম জয়দেবের গীতগোবিন্দম্ কাব্যে পাওয়া যায়। 'মধুর কোমলকান্ত পদাবলী' অংশ। তবে ষষ্ঠ শতাব্দীতে আচার্য দণ্ডী তার কাব্যাদর্শে সমুচ্চয় অর্থে পদাবলী শব্দের প্রয়োগ করেন---'শরীরং তাবদিষ্টার্থ ব্যবচ্ছিন্ন : পদাবলী'।
৪. প্রাচীন বাংলা সাহিত্যের বর্গীকরণ করো।
প্রাচীন বাংলা সাহিত্যে গদ্যের কোন ভূমিকা ছিল না। যে কয়টি প্রধান ধারায় সেকালের সাহিত্য প্রবাহিত তার হল-ক) বৈষ্ণব সাহিত্য খ) অনুবাদ সাহিত্য গ) মঙ্গলকাব্য ঘ) ইসলামী সাহিত্য ঙ) প্রণয় সাহিত্য চ) সাধন সংগীত ছ) বিবিধ।
৫. প্রাচীন বাংলা সাহিত্য কোন কোন উৎস থেকে বিষয় সংগ্রহ করেছে?
প্রাচীন বাংলা সাহিত্য তিনটি উৎস থেকে বিশাল সংগ্রহ করেছে যথা: 
              ১. সংস্কৃত সাহিত্যের বিষয়
              ২. বাংলার নিজস্ব বিষয়
              ৩. আরবি-ফারসি সাহিত্যের বিষয়
৬. তুর্কি বিজয়ের ফলে ধর্ম ও সমাজের কি পরিবর্তন হয়েছিল?
তুর্কি বিজয়ের ফলে ধর্ম ও সমাজের পরিবর্তন পূর্ণতা পেয়েছিল। তার প্রতিফলন দেখা যায় সাহিত্যে।উচ্চ ও নিম্নবর্গের সংস্কৃতির মিলনের ফলে জাতি হিসেবে বাঙালির স্বরূপ সুস্পষ্ট হল। বাংলা সাহিত্যে অনুবাদ, মঙ্গলকাব্য ও বৈষ্ণব সাহিত্যের ধারা গুলি বিকশিত হতে লাগলো।
৭. শূন্যপুরাণ কাব্যটি সম্পর্কে সংক্ষেপে লেখো।
ধর্ম পূজার প্রবর্তক ও ধর্ম ঠাকুরের আদি পুরোহিত রামাই পন্ডিত শূন্যপুরাণ কাব্যটি রচনা করেন। কাব্যটির মূল উদ্দেশ্য- শূন্যবাদ ও ব্রহ্মজ্ঞান বর্ণনা। নগেন্দ্র নাথ বসু কর্তৃক সম্পাদিত ১৩১৪ বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়।



Comments

Popular posts from this blog

🌸বিনয় ঘোষ (ছদ্মনাম : 'কালপেঁচা')🌸 'পশ্চিমবঙ্গের সংস্কৃতি'র লেখক।

শক্তি চট্টোপাধ্যায়(ছদ্মনাম-রূপচাঁদ পক্ষী)

🌸গিরিশচন্দ্র ঘোষ 🌸