'রূপনারানের কূলে'
🌸 "রূপনারানের কূলে জেগে উঠিলাম"---রূপনারান কী? কীভাবে কবি জাগরণ ঘটেছে?
🍀 বিশ্ববন্দিত কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শেষলেখা'(১৯৪১) কাব্যগ্রন্থ থেকে সংকলিত কবিতা 'রূপনারানের কূলে'। জীবন সায়াহ্নে উপনীত কবি বাস্তব জীবনের অসামান্য জীবন দর্শন উন্মোচিত করেছেন আলোচ্য কবিতায়।
রূপনারান : আলোচ্য কবিতায় রূপনারান পার্থিব সৌন্দর্যময় বাস্তব জগতের প্রতীক। কবি সৌন্দর্যপূর্ণ বাস্তব জগতের দৃশ্যময় প্রাণ প্রবাহের চেতনালোকে নানান রূপেে কাটিয়েছেন। রূপময়় জগতের জীবনসুধাা তিনি উপভোগ করেছেন। রূপে-রসে-গন্ধে-বর্ণেে সমৃদ্ধ সেই বাস্তব জগৎকেই তিনি 'রূপনারান' নামেে অভিহিত করেছেন।
বাস্তবের কঠিন জীবন : প্রবহমান জীবন নদীর কূলে কবির আত্মজাগরণ ঘটেছে। বহু বছর ধরে একান্ত উপলব্ধি দিয়ে মানুষের গভীরে প্রবেশ করেছেন, তাই কবির এই বাস্তব জগতের লীলাভূমি হয়ে উঠেছে 'রূপনারানের কূল'।
চেতনার জাগরণ : জীবন অনন্ত প্রবহমান। সেেই প্রবাহে রয়েছে আশা আকাঙ্খার তরঙ্গমালা। ব্যঞ্জনাময় তরঙ্গমালার রূপ রক্তের মধ্য দিয়ে কবির চেতনার জাগরণ ঘটেছে, খুঁজে পেয়েছেন আত্ম-স্বরূপ--
"চিনিলাম আপনারে
আঘাতে আঘাতে
বেদনায় বেদনায়"।
সত্যের কাছে আত্মবিসর্জন : কবি উপলব্ধি করেছেন রাত্রির ঘুম-স্বপ্ন কুহেলিকাময়, তা মানুষকে দুঃখ দেয়। এই কুহেলিকা অপসারিত হলেই সত্যের কঠিন রূপ আসে। কিন্তু কবির কাছে সেই সত্যই প্রিয়, কারন সে কখনো করেনা বঞ্চনা।
Comments
Post a Comment