'রূপনারানের কূলে'

🌸 "রূপনারানের কূলে জেগে উঠিলাম"---রূপনারান কী? কীভাবে কবি জাগরণ ঘটেছে?

🍀 বিশ্ববন্দিত কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শেষলেখা'(১৯৪১) কাব্যগ্রন্থ থেকে সংকলিত কবিতা 'রূপনারানের কূলে'। জীবন সায়াহ্নে উপনীত কবি বাস্তব জীবনের অসামান্য জীবন দর্শন উন্মোচিত করেছেন আলোচ্য কবিতায়।
রূপনারান : আলোচ্য কবিতায় রূপনারান পার্থিব সৌন্দর্যময় বাস্তব জগতের প্রতীক। কবি সৌন্দর্যপূর্ণ বাস্তব জগতের দৃশ্যময় প্রাণ প্রবাহের চেতনালোকে নানান রূপেে কাটিয়েছেন। রূপময়় জগতের জীবনসুধাা তিনি উপভোগ করেছেন। রূপে-রসে-গন্ধে-বর্ণেে সমৃদ্ধ সেই বাস্তব জগৎকেই তিনি 'রূপনারান' নামেে অভিহিত করেছেন।
বাস্তবের কঠিন জীবন : প্রবহমান জীবন নদীর কূলে কবির আত্মজাগরণ ঘটেছে। বহু বছর ধরে একান্ত উপলব্ধি দিয়ে মানুষের গভীরে প্রবেশ করেছেন, তাই কবির এই বাস্তব জগতের লীলাভূমি হয়ে উঠেছে 'রূপনারানের কূল'।
চেতনার জাগরণ : জীবন অনন্ত প্রবহমান। সেেই প্রবাহে রয়েছে আশা আকাঙ্খার তরঙ্গমালা। ব্যঞ্জনাময় তরঙ্গমালার রূপ রক্তের মধ্য দিয়ে  কবির চেতনার জাগরণ ঘটেছে, খুঁজে পেয়েছেন আত্ম-স্বরূপ--
                      "চিনিলাম আপনারে
                       আঘাতে আঘাতে
                       বেদনায় বেদনায়"।
সত্যের কাছে আত্মবিসর্জন : কবি উপলব্ধি করেছেন রাত্রির ঘুম-স্বপ্ন কুহেলিকাময়, তা মানুষকে দুঃখ দেয়। এই কুহেলিকা অপসারিত হলেই সত্যের কঠিন রূপ আসে। কিন্তু কবির কাছে সেই সত্যই প্রিয়, কারন সে কখনো করেনা বঞ্চনা।

Comments

Popular posts from this blog

🌸বিনয় ঘোষ (ছদ্মনাম : 'কালপেঁচা')🌸 'পশ্চিমবঙ্গের সংস্কৃতি'র লেখক।

শক্তি চট্টোপাধ্যায়(ছদ্মনাম-রূপচাঁদ পক্ষী)

🌸গিরিশচন্দ্র ঘোষ 🌸